বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) দেশে উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে । সংগঠনটির পরিচালনা পর্ষদের (২০১৯-২১) প্রথম সভায় এ কথা জানান এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। রাজধানীর দিলকুশায় বিসিআইয়ের কার্যালয়ে আজ শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত লোকজনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও পরিবারের শোকার্ত সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানানো হয়।
বিসিআই সভাপতি বলেন, তরুণ শিল্পোদ্যোক্তারা ব্যবসা শুরুর প্রক্রিয়া ও সম্ভাবনাময় খাত খুঁজে পান না। উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে বিসিআই। ওয়েব পোর্টাল চালু করে সব ধরনের তথ্যসেবা দেওয়া হবে। উদ্যোক্তা উন্নয়নে আলাদা তহবিল গঠনে উদ্যোগ গ্রহণ করবে বিসিআই।
সভায় বিসিআইয়ের সহসভাপতি প্রীতি চক্রবর্তী, পরিচালক রঞ্জন চৌধুরী, শহিদুল ইসলাম, আবুল কালাম ভূঁইয়া, জিয়া হায়দার, মিজানুর রহমান, রেহানা রহমান, যশোদা জীবন দেবনাথ, শাহ আলম, মো. শাহিদ আলম, মো. জিয়া উদ্দিন, চৈতন্য কুমার দে ও জুবায়ের বি এ সিদ্দিকী উপস্থিত ছিলেন।