সংক্ষেপ

ইডেন কলেজে শিওরক্যাশের সেবা

ঢাকার ইডেন মহিলা কলেজের ছাত্রীরা এখন থেকে হোস্টেলে বা ঘরে বসেই বিসিবি শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁদের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হুসনে আরা গত সোমবার মুঠোফোনভিত্তিক এই সেবার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাদেক মো. সোহেল এবং শিওরক্যাশের সিইও ড. শাহাদাত খান।
বিজ্ঞপ্তি