সেভোর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের এইচভিএসি (HVAC) প্রদর্শন করেছে। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড ১০মে হতে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজন করেছে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর।
ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের করপোরেট ও প্রোজেক্ট বিজনেস টিম প্রদর্শনীতে অংশগ্রহণ করছে, যারা দীর্ঘ এক দশক ধরে VRF এবং CHILLER সেক্টরে ২০০ টিরও অধিক প্রোজেক্ট সফলতার সঙ্গে সম্পাদন করেছে। এ উল্লেখযোগ্য প্রজেক্টের মধ্যে রয়েছে—আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতাল, সিটিস্কেপ-গ্রিন বিল্ডিং প্রোজেক্ট, প্যালেস ফাইভ স্টার হোটেল, স্বপ্ন রিটেল শপ ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়।
ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের প্রোজেক্ট বিজনেস ডিপার্টমেন্টের সুদক্ষ সেলস টিম, ডিজাইন টিম ও মেইনটেনেন্স টিমের মাধ্যমে দেশব্যাপী হাসপাতাল, হোটেল, মার্কেট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক প্রতিষ্ঠানে কমার্শিয়াল এসি সলিউশন এবং সার্ভিস সফলতাও সুনামের সাথে দিয়ে যাচ্ছে। এ ছাড়া খ্যাতিসম্পন্ন সকল আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন-DAIKIN, MEDIA, SAMSUNG HVAC-এসি সেক্টর এ ট্রান্সকম ইলেকট্রনিকসের সাথে যৌথভাবে কাজের মাধ্যমে সর্বোচ্চ সেবা ও বিশ্ব মান নিশ্চিত করছে। বিজ্ঞপ্তি