অক্টোবর মাসে সরকার সরাসরি আমদানির মাধ্যমে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে উদ্যোগী হলে মূল্য পরিস্থিতির এতটা অবনতি হতো না। বাজার ব্যবস্থা যখন অকার্যকর হয়ে পড়ে, তখন জনস্বার্থে শুধু ব্যবসায়ীদের ওপর নির্ভর না করে সরকারের উচিত সরাসরি ব্যবসায় নেমে পণ্য সরবরাহ বাড়ানো। এর বিকল্প নেই।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাব সভাপতি গোলাম রহমান এসব কথা বলেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ভোক্তা স্বার্থ রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক বিভাগ অথবা স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে ক্যাব সভাপতি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্যসহ সব মন্ত্রণালয় কাজ করছে। তবে তাদের কাজে সমন্বয়ের অভাব আছে। তাই পৃথক বিভাগ বা মন্ত্রণালয় দরকার।
গোলাম রহমান বলেন, সম্প্রতি বেশ কিছু নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। গত সেপ্টেম্বরে পেঁয়াজ দিয়ে শুরু। তারপর একে একে চাল, ডাল, আটা, ময়দা, সয়াবিন তেল, ডিমসহ নানা পণ্যের দাম বেড়েছে।