দশদিনের বেশি সময় ধরে কৃত্রিম কোমায় থাকা কবি দাউদ হায়দারের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
জার্মানির বার্লিন শহরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার। তিনি সেখানকার রাইনিকেডর্ফ এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে একাকী বসবাস করতেন। চিকিৎসকদের ধারণা, তিনি পড়ে গিয়েছিলেন। এতে তাঁর মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
দাউদ হায়দারের পরিচিতজনদের সূত্রে জানা গেছে, তিনি ১২ ডিসেম্বর থেকে বার্লিনের একটি হাসপাতালে কৃত্রিম কোমায় রয়েছেন। মারাত্মক দুর্ঘটনা বা সংবেদনশীল কোনো অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে অ্যানেসথেসিয়া দিয়ে রোগীকে এমন কোমায় রাখেন।
বার্লিনে কবি দাউদ হায়দারের পরিচিতজন মাইন চৌধুরীকে চিকিৎসকেরা কয়েক দিন আগে জানিয়েছিলেন, আগামী দুই সপ্তাহ তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। পরে কৃত্রিম উপায়ে নলের সাহায্যে খাবার এবং শ্বাস নেওয়াবার চেষ্টা করা হবে। যদি অবস্থা কিছু ভালো হয় তবে কবিকে স্নায়বিক নার্সিং হোমে থাকতে হবে।
এর মধ্যে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় চিকিৎসকেরা বলেছেন, দাউদ হায়দারের জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে, নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেনি।