চট্টগ্রামের মিরসরাইয়ে লিফলেট বিতরণের সময় মিরসরাই উপজেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাঁদের আটক করে মিরসরাই থানার পুলিশ।
আটক অন্য নেতারা হলেন—চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. আলাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মাইনুদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন ও যুবদল নেতা মোমিনুল ইসলামসহ আরও চারজন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকালে নির্বাচন বানচাল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে মিছিল, লিফলেট বিতরণ ও গাড়ি চলাচলে বিঘ্ন ঘটানোয় মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীসহ ১০ জন নেতা-কর্মীকে আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।