তিন বছর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর অব্যাহতি পেয়েছেন। আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার করা মামলায় আজ আসামি নুরুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় আদালত আসামি নুরুল হককে মামলা থেকে অব্যাহতি দেন। শুনানির সময় বাদী ও আসামি কেউ উপস্থিত ছিলেন না।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৫ এপ্রিল কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় নুরুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন কুমিল্লার বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া। মামলার অভিযোগে বলা হয়, এর আগে ২১ এপ্রিল বিকেলে ফেসবুক লাইভে নুরুল হক ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বিষোদ্গার করেন।
তদন্ত শেষে পরের বছরের ৯ আগস্ট বাঙ্গরা বাজার থানার এসআই রনি চৌধুরী নুরুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দেন। এতে তিনি তদন্তে ঘটনার সত্যতা পান উল্লেখ করেন। কিন্তু নুরুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না পাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।