আগুন
আগুন

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে আগুন

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের নিচে জেনারেটর কক্ষে আগুন লেগেছে। আজ সোমবার দুপুর একটার দিকে জামালখানের ক্লাব ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২ টা ৫০ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে প্রেসক্লাবের নিচতলায় জেনারেটর কক্ষে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটা গাড়ি আগুন নেভাতে অংশ নেয়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, ক্লাব ভবনের পঞ্চম তলায় এম এইচ টেলিকম নামে একটা বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেটর কক্ষে আগুন লাগে। কক্ষে জ্বালানি তেল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। পাঁচ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়।