হুয়াওয়ের সঙ্গে নগদের চুক্তি সই

নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ের শাংরিলা হোটেলে বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড ও হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির ফলে নগদ ডিজিটাল ব্যাংক ও নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সঙ্গে যুক্ত হবে অত্যাধুনিক প্রযুক্তি। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। হুয়াওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যান জুনফেং। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী; পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ; প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এবং নগদ ডিজিটাল ব্যাংকের চেয়ারম্যান ফরিদ খান এ সময় উপস্থিত ছিলেন। এ সময় চীন সরকারের একাধিক মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।