আদ্–দ্বীন আকিজ মেডিকেল কলেজ ও প্রজ্ঞা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ভেলুয়ারচরে মেডিকেল ক্যাম্প
ছবি–সংগৃহীত


নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ভেলুয়ারচরে সম্পূর্ণ বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রজ্ঞা ফাউন্ডেশন। গত শুক্রবার সকাল ৯টায় দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ কাস্টমসের কমিশনার মুহম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জসিম উদ্দিন, রায়পুরা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোলায়মান মিয়া, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকা পালন করেন আশরাফুল ইসলাম।

এ সময় ২ হাজারের অধিক গ্রামবাসীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পের সেবাগুলোর মধ্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিকস চিকিৎসা, শিশুরোগের ব্যবস্থাপত্র, বিভিন্ন স্ত্রীরোগের চিকিৎসা, বাত ও হাড়সংক্রান্ত চিকিৎসা, পরবর্তী পর্যবেক্ষণ, পরীক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা উল্লেখযোগ্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘আমাদের ফাউন্ডেশনের এটি একটি মানবিক প্রয়াস, যা আমরা দেশব্যাপী গ্রামীণ স্বাস্থ্যনিবেশ নামে পরিচালিত হয়। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিতদের আমরা বেশ কিছু জটিল রোগের চিকিৎসা ও ওষুধ সহায়তা প্রদান করি। এতে সাধারণ মানুষেরা দীর্ঘ মেয়াদে উপকৃত হবে বলেই আমাদের বিশ্বাস। আদ্-দ্বীন ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করে যাবে।’  

বাংলাদেশ কাস্টমসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, ‘আমাদের গ্রামাঞ্চলের বাসিন্দারা তাঁদের স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন নন। তাঁদের জন্য আয়োজিত স্বাস্থ্যসেবার এই উদ্যোগের জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। বড় বড় প্রতিষ্ঠানগুলো যত বেশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে, মানবিক সম্পর্কের প্রসারে আমরা তত বেশি আশাবাদী হতে পারব।’