নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আখতার আহমেদ। ১৯৮২ বিসিএস ব্যাচের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, আখতার আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আখতার আহমেদ সর্বশেষ যুগ্ম সচিব হিসেবে অবসরে গিয়েছিলেন। তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সদ্য সাবেক সচিব শফিউল আজিমের স্থলাভিষিক্ত হচ্ছেন। শফিউল আজিমকে ৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রশাসনে পরিবর্তন শুরু হয়। ‘বঞ্চিত’ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বিভিন্ন পদে পদায়ন করা হচ্ছে। অন্যদিকে কিছু কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।