ছাত্র–জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন এ বছর বৈশ্বিক তাৎপর্যময় এক ঘটনা
ছাত্র–জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন এ বছর বৈশ্বিক তাৎপর্যময় এক ঘটনা

ছাত্র-জনতার অভ্যুত্থান

প্রথম ধাপের তালিকায় শহীদ ৮২৬, আহত ১১ হাজার ৩০৬ জন

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ব্যক্তিরা তালিকাভুক্তির জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

আজ বুধবার গণ–অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যাঁরা শহীদ বা আহত হয়েছেন, তাঁদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে

গণ–অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে বলেন, প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় শহীদ ৮২৬ জন এবং আহতের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন। তবে এটি এখনো চলমান। অর্থাৎ প্রথম ধাপের তালিকাটি করার পরও নাম তালিকাভুক্ত হবে।

গণ–অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের আরেক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, খসড়া তালিকায় কিছু নাম একাধিকবার এসেছে। সেটি যাচাই–বাছাই করে প্রথম ধাপের তালিকাটি চূড়ান্ত করা হয়েছে।

বিশেষ সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ–অভ্যুত্থানে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যাঁরা শহীদ বা আহত হয়েছেন, কিন্তু প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি, এমন ব্যক্তি বা ব্যক্তিদের নামের আবেদন তালিকাভুক্তির জন্য আহ্বান করা যাচ্ছে। শহীদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মুঠোফোন নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণ–অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের দলনেতার কাছে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।