নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে ‘ব্যবসা ব্যবস্থাপনা এবং সামাজিক বিজ্ঞান: মহামারি–পরবর্তী যুগে চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার উপায়’ (আইসিবিএমএসএস-২০২২) শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার নর্দান ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের গ্লোবাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ফোরামের সহযোগিতায় এই সম্মেলন শুরু হয়।
রাজধানীর আশকোনায় নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনের মূল লক্ষ্য ব্যবসায় ব্যবস্থাপনা, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের প্রচার, যা করোনা পরবর্তী সময়ে ব্যবসা, শিল্প এবং সমাজের স্থায়িত্বে অবদান রাখতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা কার্যক্রম জোরদার করলে দেশের উন্নয়নের গতি মসৃণ হবে। পৃথিবীর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় প্রচুর সময় ও অর্থ খরচ করে। প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারও তাদের গবেষণার ফলাফল গ্রহণ করে নীতি নির্ধারণী কার্যক্রমে ব্যবহার করতে পারে।
সম্মেলনের আয়োজন করায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে এগিয়ে এলে দেশের উন্নয়ন লক্ষ্য ত্বরান্বিত হবে। করোনার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। এটি পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ওপরও প্রভাব ফেলেছে। আশা করি, আজকের সম্মেলনে এ থেকে উত্তরণের উপায় ও সমাধান নিয়ে আলোচনা করা হবে।’
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য নজরুল ইসলাম, ট্রেজারার একরামুল ইসলাম, রেজিস্ট্রার কমোডর (অবসরপ্রাপ্ত) এম মনিরুল ইসলাম প্রমুখ।
সম্মেলন শেষ হবে শুক্রবার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান। সম্মেলনের সাতটি দেশের ৯৩ জনের বেশি গবেষক, শিক্ষাবিদ ও করপোরেট বিশেষজ্ঞ অংশ নেবেন। সেখানে বিভিন্ন সমকালীন বিষয়ে তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।