আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের মিছিল
আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের মিছিল

আইনজীবী সাইফুল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতির মিছিল

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা। একই সঙ্গে তাঁরা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান।

আজ বুধবার দুপুরে ঢাকার জজকোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা এ মিছিল করে এসব দাবি জানান।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তাঁর অনুসারীরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন এলাকায় সংঘর্ষে আইনজীবী সাইফুল নিহত হন।

আজ ঢাকার জজকোর্ট প্রাঙ্গণে মিছিলে অংশ নেওয়া আইনজীবীরা ‘আইনজীবীর রক্ত বৃথা যেতে দেব না’, ‘ইসকন লীগকে বাংলাদেশে রাখব না’ স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের বলেন, ইসকন বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের কাজ করছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

এ ছাড়া ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম আইনজীবী সাইফুলের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে ঢাকা আইনজীবী সমিতির ভবনের সামনে আরও বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন জসীম প্রমুখ।