বর্ষসেরা ব্যাংকিং সিইও সম্মাননা পেলেন আলী রেজা ইফতেখার

ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী ওয়ার্ল্ড বিজনেস আউটলুকের দেওয়া বাংলাদেশের ‘বর্ষসেরা ব্যাংকিং সিইও ২০২২’ নির্বাচিত হয়েছেন ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার।

২০২০-২১ অর্থবছরে ইবিএলের সার্বিক পারফরম্যান্সে আলী রেজা ইফতেখারের গুরুত্বপূর্ণ অবদানের বিশেষ প্রশংসা করেছে ওয়ার্ল্ড বিজনেস আউটলুক। ওয়ার্ল্ড বিজনেস আউটলুকের প্রতিবেদনে ইবিএলের আলী রেজা ইফতেখারকে বাংলাদেশের অর্থনীতির টেকসই উন্নয়নের একজন একনিষ্ঠ সমর্থক ও প্রবক্তা হিসেবেও উল্লেখ করা হয়েছে। ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড বিজনেস আউটলুকের দেওয়া বাংলাদেশের ‘বর্ষসেরা ব্যাংকিং সিইও ২০২২’–এর ট্রফি

ওয়ার্ল্ড বিজনেস আউটলুকের সম্পাদক উজ্জল নায়ার বলেছেন, ‘আলী রেজা ইফতেখারকে এই সম্মান দেওয়াটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। তিনি বাংলাদেশের ব্যাংকিং শিল্পে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বপালনকারী এমডি হিসেবে বিশেষভাবে পরিচিত। ইবিএলে নৈতিক ব্যাংকিং প্রবর্তনে কৃতিত্ব রয়েছে তাঁর। তিনি ইবিএলকে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংকিং ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন।’

সম্মাননা গ্রহণ করে আলী রেজা ইফতেখার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিজেদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে ব্যবসার বিভিন্ন মাধ্যমে গ্রাহকদের সামগ্রিক ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা।’

ব্যাংকিং খাতে ৩৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে আলী রেজা ইফতেখারের। তিনি ২০০৭ সাল থেকে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি দুই মেয়াদে (২০১৪-১৫ ও ২০২০-২১) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।