বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম আয়োজিত মিছিলে অংশ নেন বিভিন্ন পেশার শ্রমজীবীরা। বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায়
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম আয়োজিত মিছিলে অংশ নেন বিভিন্ন পেশার শ্রমজীবীরা। বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায়

সব শ্রমিকের ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবি

দেশের বিভিন্ন খাতের শ্রমিকেরা এখনো ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত। অবিলম্বে সবার ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে হবে। নিশ্চিত হয়নি শ্রমিকদের কর্মঘণ্টা। কর্মক্ষেত্রে এখনো শ্রমিকেরা নিপীড়নের শিকার হন। মহান মে দিবস উপলক্ষে বুধবার চট্টগ্রামে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রামের সভাপতি শ্রমিকনেতা তপন দত্ত।

চট্টগ্রাম নগরের মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় ও কলেজের সামনের সড়কে এই সমাবেশের আয়োজন করে টিইউসি। সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। তপন দত্তের সভাপতিত্বে সমাবেশ শেষে লাল পতাকা মিছিল করা হয়। এতে অংশ নেন চা–শ্রমিক, পোশাকশ্রমিক, হোটেলশ্রমিক, হাসপাতাল শ্রমিক-কর্মচারী, নির্মাণশ্রমিক, রিকশাশ্রমিক, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে শ্রমিকনেতা তপন দত্ত বলেন, ১৮৮৬ সালে শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলনের সূচনা হয়েছিল, সেই আন্দোলন এখনো চলমান। এখনো নিশ্চিত হয়নি শ্রমিকদের আট ঘণ্টার কর্মঘণ্টা। নিশ্চিত করা হয়নি শ্রমিকদের ন্যূনতম মজুরি। কর্মক্ষেত্রে তাঁরা এখনো নিপীড়নের শিকার। শ্রম শোষণ বন্ধে রাজপথে থেকে এখনো লড়াই–সংগ্রাম করে যেতে হচ্ছে দেশের শ্রমিকদের।

ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা নিশ্চিত করার দাবি জানিয়ে তপন দত্ত আরও বলেন, ‘দেশের প্রতিটি খাতের শ্রমিকদের শ্রমশোষণ চলছে। এ থেকে আমরা মুক্তি চাই। শ্রমিকদের ন্যায্য ন্যূনতম মজুরি ও পাওনা নির্ধারণ করা আছে। আমরা ন্যূনতম মজুরি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শ্রমিকের শ্রমে–ঘামে গড়ে উঠেছে এই দেশ, এই উন্নতি। তাই শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। জনগণ বাঁচবে।’

মহান মে দিবসে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রামের ছয়টি সংগঠন। বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের শাহ আমানত মার্কেটের সামনে

শ্রমিকনেতা ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নির্মাণশ্রমিক নেতা আবদুস শুক্কুর, মাহিন উদ্দিন; কমিউনিটি সেন্টার শ্রমিকনেতা মো. পারভেজ, মো. সেলিম; বেসরকারি হাসপাতাল কর্মচারী ও শ্রমিকনেতা আবদুর রহিম, মিজানুর রহমান, হোটেল রেস্তোঁরা শ্রমিকনেতা মো. হানিফ প্রমুখ।

মে দিবস উপলক্ষে এদিন চট্টগ্রাম নগরের শাহ আমানত মার্কেট চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কথামালার আয়োজন করে চট্টগ্রামের ছয়টি সংগঠন। এতে বক্তব্য দেন উদীচী চট্টগ্রামের সভাপতি জসিম চৌধুরী, বিশ্বতানের খোকন মালাকার, বোধন আবৃত্তি পরিষদের বিপ্লব শীল, সৃজামী সাংস্কৃতিক অঙ্গনের মনোজিত দাশ, আলোড়নের পূজা মল্লিক ও চট্টগ্রাম থিয়েটারের দীপক চৌধুরী।

বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশে দেশে এখনো শ্রমশোষণ চলছে। এর বিরুদ্ধে লড়াই চলবে।

শেষে প্রতিবাদী গান, আবৃত্তি, নৃত্য ও নাটিকা পরিবেশিত হয়।