শুভ সকাল। আজ ৪ মে, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
উপজেলা পরিষদ নির্বাচন থেকে স্বজনদের সরে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বজন বলতে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে সন্তান ও স্ত্রীকে বুঝিয়েছেন, যা বৃহস্পতিবার সকাল ও রাতের সভায় তিনি (প্রধানমন্ত্রী) খোলাসা করেছেন।
বিস্তারিত পড়ুন...
বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা; ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল; চট্টগ্রাম বিভাগের চাঁদপুর; রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে।
বিস্তারিত পড়ুন...
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে টানা তিন মেয়াদে দায়িত্বে আছেন জুনাইদ আহ্মেদ। দ্বাদশ সংসদে এ বিভাগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন শুরুর প্রথম কার্যদিবসেই তিনি কিছু ঘোষণা দেন। উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে ছিল বছরের প্রথম ছয় মাস আইসিটি বিভাগের সব বিদেশ সফর বন্ধ রাখার বিষয়টি। কিন্তু ঘোষণার সাড়ে তিন মাসেই প্রতিমন্ত্রীসহ ২৩ জন বিদেশ সফর করেছেন।
বিস্তারিত পড়ুন...
গাছ পরিবেশবান্ধব হলো কি না, সেটিও ভাবনার বিষয়। এক মৌসুমে গাছ বড় হবে—এমনটি মনে করার কারণ নেই। কোনো কোনো গাছের জন্য তিন-চার বছর পরিচর্যা অব্যাহত রাখতে হয়। ফলে রোপিত চারা একটি নির্দিষ্ট পরিমাণ বেড়ে ওঠার আগপর্যন্ত সেই গাছের পরিচর্যা করতে পারলেই কেবল গাছ রোপণ করতে পারেন। নয়তো দোহাই, বৃক্ষরোপণের নামে ‘চারা-নিধন’ কর্মসূচি গ্রহণ করবেন না।
বিস্তারিত পড়ুন ...
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক অধ্যাপককে গ্রেপ্তার করার সময় তাঁর পাঁজরের নয়টি হাড় ও একটি হাত ভেঙে দিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষক এক বিবৃতিতে এ কথা জানান। মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষক স্টিভ তামারি সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটি এডওয়ার্ডসভিলের ইতিহাসের অধ্যাপক। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ তিনি।
বিস্তারিত পড়ুন...