তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা খুবই জরুরি। তিনি বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে এর বিকল্প নেই। গণতান্ত্রিক উন্নয়নমুখী বাংলাদেশ, জনগণের বাংলাদেশ করতে গেলে এখানে স্বাধীন সাংবাদিকতার চর্চার বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) প্রকাশনা বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যম যত স্বাধীনভাবে চলবে, পেশাদারির সঙ্গে কাজ করবে, এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা তত বিস্তৃত হবে। তবে একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যখন অপসাংবাদিকতা হয় তখন শুধু দেশ, জাতি, গণতন্ত্রই ক্ষতিগ্রস্ত হয় না, যাঁরা পেশাদারির সঙ্গে সাংবাদিকতা করেন, তাঁরাও ক্ষতিগ্রস্ত হন। কাজেই সবার স্বার্থে সাংবাদিকতার জন্য একটি সুস্থ সাংবাদিকতার চর্চার পরিবেশ করা, এটি তাঁরা করতে চান।
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এ দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এবং এটি এগিয়ে যাচ্ছে। অনেক গণমাধ্যম দেশে আছে; বরং স্বাধীনতার জায়গাটি এমন জায়গায় চলে গেছে—মুক্ত থেকে উন্মুক্ত হয়ে গেছে। এখন অনেক ক্ষেত্রে সাংবাদিকেরাই বলেন শৃঙ্খলা আনা দরকার। সেই জায়গাতেও কাজ চলছে। সাংবাদিকদের পরামর্শের ভিত্তিতে প্রতিটি জায়গায় একধরনের শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।