কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এনামুল হক।
কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এনামুল হক।

কৃষক লীগের সভাপতি সমীর ও ঢাকার সাবেক কাউন্সিলর এনামুল রিমান্ডে

পৃথক দুটি হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দের তিন দিন এবং পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এনামুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার এ আদেশ দেন।

রিমান্ডে কৃষক লীগের সভাপতি

বাড্ডা থানায় করা দুলাল সরদার হত্যা মামলায় গ্রেপ্তার কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এর আগে বাড্ডা থানায় করা দুলাল সরদার হত্যা মামলায় সমীর চন্দকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সমীর চন্দর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি রিমান্ডে

যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায় পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এনামুল হক আবুলকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বিকেলে এ আদেশ দেন।

এর আগে পল্টন থানায় করা শামীম মোল্লা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে ওই মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক এই কাউন্সিলরকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এনামুল হককে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ।

রাজধানীর নয়াপল্টনে গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদলের নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনের বিরুদ্ধে মামলা হয়। ছাত্রদলের সাবেক সদস্য মো. আব্বাস আলী বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর এ হত্যা মামলা করেন। এ মামলায় এনামুল হকের নাম রয়েছে।