তারুণ্য মানে উদ্দীপনা, অজানাকে খুঁজে দেখার অদম্য স্পৃহা। অ্যাডভেঞ্চারের উন্মাদনা তরুণদের সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। দেশ-বিদেশে রোমাঞ্চকর ভ্রমণ বদলে দেয় জীবনের দৃষ্টিভঙ্গি। জীবনকে নতুন করে দেখার, জীবনের নতুন মানে খুঁজে পান তরুণেরা।
তারুণ্যের ব্র্যান্ড হিসেবে ‘রুচি’ সব সময় এই স্পৃহাকে স্বাগত জানায়। রুচির চেষ্টা নতুন নতুন অ্যাডভেঞ্চারের মাধ্যমে তরুণেরা নিজেদের সমৃদ্ধ করবেন, বিশ্বজুড়ে পর্যটকদের কাছে নতুন করে তুলে ধরবেন বাংলাদেশের সৌন্দর্য। বাংলাদেশের জানা-অজানা জায়গার গল্প, এ দেশের মানুষের বৈচিত্র্যময় জীবনের ব্যাপারে জানতে পারবেন দেশ-বিদেশের সবাই। এই লক্ষ্যেই যাত্রা শুরু করে ‘রুচি এক্সপ্লোর লিমিটলেস’।
তারুণ্যের রোমাঞ্চকে আলিঙ্গন করে প্রকৃতির অজানা রূপকে নিজের মতো করে আবিষ্কার করতে রুচি এক্সপ্লোর লিমিটলেসের ওয়েবসাইটে আছে নানা আয়োজন। আছে দেশ-বিদেশের মনোমুগ্ধকর স্থানসমূহের ছবি, ভিডিও ও গল্প। এসব ছবি ও ভিডিও থেকে সহজেই যেকোনো স্থান সম্পর্কে জানা যায় সব তথ্য। একা বা বন্ধুদের সঙ্গে উইকেন্ডে ট্রিপের প্ল্যান করেন অনেকে। এ ছাড়া বাজেট ফ্রেন্ডলি কিংবা অ্যাডভেঞ্চার ট্রিপেও বন্ধু বা কাজিনরা যান দল বেঁধে। পরিবার নিয়ে কিংবা প্রিয় মানুষের সঙ্গে ঐতিহাসিক স্থান কিংবা বিভিন্ন স্থানের বিখ্যাত সব খাবার এক্সপ্লোর করার শখও থাকে অনেকের। ট্রিপের ধরন যেমনই হোক, সব ধরনের তথ্য আছে রুচি এক্সপ্লোর লিমিটলেসের ওয়েবসাইটে। এ ছাড়া রয়েছে ভ্রমণের বিভিন্ন টিপস, পূর্ণিমারাত উপভোগ ও চাঁদের গতিবিধি জানার জন্য আছে ‘মুন ক্যালেন্ডার’। ভ্রমণকারীদের জন্য আছে বিভিন্ন ট্রাভেল গ্রুপের ডিটেইলস ও অফার। ভ্রমণে যাওয়ার আগে ভ্রমণের যাবতীয় খরচের হিসাব চট করেই বের করা যায় ট্রাভেল ক্যালকুলেটর দিয়ে।
রুচি এক্সপ্লোর লিমিটলেস তরুণদের সৃজনশীলতা এবং প্রতিভা তুলে ধরতে আয়োজন করে ‘রুচি বিউটিগ্রাম’। এই প্ল্যাটফর্মে দেশের আনাচকানাচে লুকিয়ে থাকা ফটোগ্রাফার, উঠতি ফিল্মমেকার এবং গল্পকারদের বাংলার লুকিয়ে থাকা সৌন্দর্যের গল্প বলার সুযোগ দেওয়া হয়। তাঁদের শিল্পকর্মে ফুটে ওঠে বাংলার অজানা রূপ, ঐতিহ্য এবং মানুষের গল্প। প্রদর্শনীর শেষ দিনে বিচারক ও দর্শকদের ভোটিংয়ের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন ও পুরস্কৃত করা হয়।
এ ছাড়া ওয়েবসাইটে রয়েছে দুটি আকর্ষণীয় গেম। ভ্রমণপ্রেমীদের কাছে গেম দুটি বেশ জনপ্রিয়। এক্সাইটিং গেম দুটির মাধ্যমে বিভিন্ন স্থানের ব্যাপারে গেমারদের নলেজ টেস্টের পাশাপাশি প্রবলেম সলভিং স্কিলও শার্প করতে সাহায্য করে। তাই অবসরে গেম দুটি খেলতে পারেন যেকোনো বয়সের মানুষ।
তরুণেরা যাতে আরও বেশি বেশি ভ্রমণ করেন, নিজেদের জ্ঞানের পরিধি বাড়াতে পারেন, এ জন্য অনুপ্রাণিত করতে নিরলস কাজ করে যাচ্ছে রুচি এক্সপ্লোর লিমিটলেস। তাই আপনি যদি ভ্রমণ করতে ভালোবাসেন অথবা কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে ঘুরে আসতে পারেন রুচি এক্সপ্লোর লিমিটলেসের ওয়েবসাইট।