চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ছবি: রয়টার্স

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। আজ মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া নারীর নাম আলম আরা বেগম (৪৫)। তিনি নগরের মাদারবাড়ির বাসিন্দা। গত রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাঁকে নগরের আন্দরকিল্লার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আজ তাঁর মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ২৬। এর মধ্যে ১৪ জনই শিশু।

সিভিল সার্জন জেলা কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৮৮৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৩ জন।

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী এখনো বাড়তির দিকে। আগস্ট মাসেও জুলাই মাসের মতো আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। আগামী দু-তিন মাস ডেঙ্গুর মৌসুম। তাই সবাইকে সচেতন থাকতে হবে।