ঢাবি ক্লাব প্রাঙ্গণে আগুন, পুড়ল দোকান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাব প্রাঙ্গণে আগুন লেগে একটি দোকান পুড়ে গেছে। ১৯ মার্চ, রাতে
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাব প্রাঙ্গণে আগুন লেগে একটি মুদিদোকান পুড়ে গেছে। পাশের একটি ওষুধের দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো এ অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ জানা যায়নি।

ঘটনার সময় ক্লাবে থাকা ঢাবির সহকারী প্রক্টর মো. আবদুল মুহিত বলেন, ‘আমরা কয়েকজন ক্লাবে চা পান করছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। শব্দ শুনে আমরা ক্লাব ভবন থেকে বেরিয়ে দেখি সেখানকার দোকানে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

আগুনে পুড়ে যাওয়া দোকানটির মালিক মো. শামীম প্রথম আলোকে বলেন, ‘রাতের বেলা আমি দোকান বন্ধ করে খেতে যাই। পরে খবর পাই যে দোকানে আগুন লেগেছে। তবে কোথা থেকে বা কীভাবে আগুন লেগেছে, তা জানি না। পাশের একটি ওষুধের দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাকের পরিদর্শক অর্জুন বাড়ৈ প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব প্রাঙ্গণে কীভাবে আগুনের সূত্রপাত, তা তদন্তের পর জানা যাবে।

আগুন লাগার কারণ খুঁজে বের করতে ক্লাব কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ঢাবির প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।