বর্ধিত গৃহকর বাতিলের দাবিতে আগামী ১৫ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান কার্যালয় ঘেরাও করবে করদাতা সুরক্ষা পরিষদ। আজ সোমবার বিকেলে নগরের কদমতলী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গৃহকরের চাপে চট্টগ্রামবাসী কষ্টে আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাকাল হচ্ছেন। তখন সিটি করপোরেশনের করের বোঝা চাপিয়ে দিয়েছে। আবার সিটি করপোরেশন আপিল শুনানির নামে গৃহকর কমানোর নাটক করে যাচ্ছে। বর্তমান গৃহকর আদায় কার্যক্রম বাতিলের দাবি জানান বক্তারা।
করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছার সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবদুল মালেক ও জান্নাতুল ফেরদৌস, পরিষদের সহসভাপতি ইসমাইল উদ্দিন, মীর মোহাম্মদ ইসলাম, পরিষদের মুখপাত্র কাজী শহীদুল হক প্রমুখ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে ২০১৭ সালে স্থাপনার ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণ করা হয়েছিল। এতে গৃহকর আগের তুলনায় ৩ থেকে ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এ নিয়ে করদাতা সুরক্ষা পরিষদসহ বিভিন্ন সংগঠন আন্দোলনে নামে। আন্দোলনের মুখে ওই বছরে তা স্থগিত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে বর্তমান মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর অনুরোধে তা প্রত্যাহার করে নেওয়া। এরপর আদায় কার্যক্রম শুরু করে সিটি করপোরেশন।