মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পাননি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন এ কথা জানান। তিনি প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিবের জামিন আবেদন আজ নাকচ হয়েছে।

আইনজীবী জানান, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা হয়েছিল বিএনপির মহাসচিবের বিরুদ্ধে। এর মধ্যে ইতিমধ্যে ১০টি মামলায় জামিন পেয়েছেন তিনি। আইনজীবী বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় ইতিমধ্যে অন্তত ১৫ জন আসামি জামিন পেয়েছেন।

সর্বশেষ গত ১৭ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে ৯ মামলায় জামিন পান তিনি।

গত ২৯ অক্টোবর গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে। এর পর থেকে তিনি কারাগারে আছেন। তাঁর আইনজীবীরা একাধিকবার আদালতে বলেছেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, যেকোনো বয়স্ক ও অসুস্থ ব্যক্তি জামিন পাওয়ার অধিকার রাখেন।