জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শিল্পী নানজিবা নাওয়ারের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শকেরা। আজ দুপুরে
জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শিল্পী নানজিবা নাওয়ারের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শকেরা। আজ দুপুরে

চট্টগ্রামে চিত্র প্রদর্শনী

নানজিবার ছবি দেখে মুগ্ধ দর্শক

জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শিল্পী নানজিবা নাওয়ারের দ্বিতীয় একক চিত্র ও কারুকলা প্রদর্শনী আজ শনিবার শেষ হয়েছে। প্রদর্শনীতে শিল্পীর ৮০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক শিল্পী কে এম আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ, জেলা শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন সিকদার ও মাসিক চাটগাঁ ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম মানিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জয়নাব বেগম।

অতিথিরা বলেন, শিল্পচর্চা মানুষকে মানবিক ও বিবেকবোধসম্পন্ন করে তোলে। এইচএসসি উত্তীর্ণ নানজিবা নাওয়ার তাঁর পড়ালেখার পাশাপাশি যেভাবে চারুকলার চর্চা করছে, তা প্রশংসনীয়।

পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। চিকিৎসক আবদুল্লাহ আবু সাঈদ ও রুমানা রশিদের মেয়ে নানজিবা নাওয়ার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে।