গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের চাবি খুলে বের হওয়া গ্যাসে আগুন লেগে দগ্ধ ব্যক্তিদের মধ্যে আরও একজন মারা গেছেন।
মারা যাওয়া এই ব্যক্তির নাম কুদ্দুস খান (৪৫)। আজ শনিবার ভোররাত ৪টা ১৮ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আগুনের ঘটনায় ১৭ জন মারা গেলেন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কুদ্দুসের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
কুদ্দুসের গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। পরিবার নিয়ে তিনি কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় থাকতেন।
গ্যাসে আগুন লেগে মোট ৩৬ জনের দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ সন্ধ্যায়, গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায়। তাঁদের মধ্যে ৩৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী জমি ভাড়া নিয়ে কলোনি তৈরি করে ঘর ভাড়া দিয়েছেন। একটি ঘরের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। তিনি পাশের দোকান থেকে একটি সিলিন্ডার কিনে আনেন। সিলিন্ডার লাগানোর সময় চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। এ সময় আশপাশের উৎসুক নারী, পুরুষ ও শিশুদের শরীরে আগুন লেগে যায়।
আগুনের এই ঘটনায় দগ্ধ ৯ জন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, যাঁরা ভর্তি আছেন, তাঁদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। অনেকের শ্বাসনালি পুড়ে গেছে।