ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনে ১২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। নানা অসংগতি থাকায় এসব আসনে ৬৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। তিনি জানান, যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁদের মধ্যে ১৫ জন ঋণখেলাপি। এ ছাড়া ২৯ স্বতন্ত্র প্রার্থী প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেননি। আর ২০ প্রার্থী নির্ধারিত ছক পূরণ এবং যথাযথ কাগজপত্র দাখিল করেননি।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ না বাতিল, সে ঘোষণা দেওয়া হয়। তাতে দেখা যায়, ঢাকার ১৫টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়নি।
রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম বলেছেন, যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ‘সার্টিফায়েড কপি’ নিয়ে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ঢাকার ১৫টি আসনে ১৮৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে জানান তিনি।