ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের নির্বাচনে অংশ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আসনটির অপর এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ বুধবার ‘নো অর্ডার’ দিয়েছেন।
আদালত থেকে বেরিয়ে আবদুস সালামের আইনজীবী প্রবীর নিয়োগী প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেলের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
ইতিমধ্যে আবদুস সালাম প্রতীক পেয়েছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনোয়ারুল আবেদীনের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালত। ফলে হাইকোর্টের আদেশ বহাল রইল। অর্থাৎ আবদুস সালামের প্রার্থিতা বহাল রইল।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন একই আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান।
১৫ ডিসেম্বর ইসিতে অনুষ্ঠিত আপিল শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় কমিশন। এর ফলে আবদুস সালামের প্রার্থিতা বাতিল হয়। ঋণখেলাপি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় ইসি।
ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন আবদুস সালাম। শুনানি নিয়ে ১৮ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে আবদুস সালামের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আনোয়ারুল আবেদীন খান, যার ওপর আজ চেম্বার আদালতে শুনানি হয়।
আজ আদালতে আনোয়ারুল আবেদীন খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আবদুস সালামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী।