অ্যামনেস্টির বাংলাদেশ-বিষয়ক জার্মান গোষ্ঠী

হিন্দু, সুফি, বৌদ্ধ সবাই বাংলাদেশি, সবাইকে রক্ষা করতে হবে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ-বিষয়ক জার্মান গোষ্ঠী
ছবি: সংগৃহীত

হিন্দু, সুফি, বৌদ্ধ—সবাই বাংলাদেশি। সবাইকে রক্ষা করতে হবে। এই দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ-বিষয়ক জার্মান গোষ্ঠী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তারা বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পোস্টে বলা হয়, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকারকে অগ্রাধিকার দিতে হবে। অতীতের ভুলের পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকতে হবে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেছিলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হওয়া উচিত জনগণের জীবনের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতার অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করা এবং সহিংসতার শঙ্কা কমানোর উপায় খুঁজে বের করা। বাংলাদেশের ইতিহাসের চলমান অধ্যায়কে অতিক্রম করার জন্য প্রস্তাবিত যেকোনো পদক্ষেপকে অবশ্যই ন্যায়বিচার, জবাবদিহি ও ন্যায়-নীতির ভিত্তিতে হতে হবে।

স্মৃতি সিং আরও বলেন, বাংলাদেশে গত তিন সপ্তাহের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনে বহু মানুষ মারা গেছেন। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। নির্বিচার গ্রেপ্তার করা হয়েছে। বিষয়গুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ, পুনর্বাসন করতে হবে। সংখ্যালঘুদের রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে।