ঢাকা মহানগরের সংবাদপত্র পরিবেশক ও সুপারভাইজারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেছিল প্রথম আলো। সংবাদপত্রে নানাবিধ সংকট এবং করোনা–পরবর্তী নতুন বাস্তবতায় সংবাদপত্র পাঠে পাঠকদের আগ্রহী করতে আরও বেশি উদ্যোগী ভূমিকা রাখার কথা বললেন তাঁরা। প্রচারসংখ্যা বৃদ্ধিতে নতুন নতুন ক্ষেত্র খোঁজারও পরামর্শ দেন তাঁরা।
শনিবার রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিলে ঢাকা মহানগরের সংবাদপত্র পরিবেশকদের প্রধান দুটি সংগঠন ‘ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ এবং ‘সংবাদপত্র কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’–এর নেতা, বিক্রয়কেন্দ্রগুলোর সুপারভাইজার ও পরিবেশকেরা অংশ নেন।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সার্কুলেশন বিভাগের কর্মকর্তারা তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের কুশল জানতে চান। সম্পাদক তাঁদের বলেন, প্রথম আলো প্রতিবছরই রমজান মাসে পরিবেশক, এজেন্ট, সুপারভাইজারদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। তিনি বলেন, যত প্রতিকূল পরিস্থিতিই থাকুক, তার মধ্যেই হকাররা প্রতিদিন সকালে পাঠকের কাছে সংবাদপত্র পৌঁছে দেন। প্রথম আলোর যে সাফল্য, সম্মান; সারা দেশের হকাররা এর একটি বড় ভাগীদার।
ছাপা সংবাদপত্রের নানামুখী সংকটের কথা তুলে ধরে মতিউর রহমান হকারদের উদ্দেশে বলেন, আকস্মিকভাবে পত্রিকার প্রচারসংখ্যা বৃদ্ধি পাবে, এমন সম্ভাবনা নেই। একটু একটু করে, ছোট ছোট উদ্যোগ নিয়ে প্রচারসংখ্যা বাড়াতে হবে। সংবাদপত্রশিল্পের সঙ্গে সাংবাদিক, হকার সবার রুটিরুজি জড়িয়ে আছে। কাজেই নিজের অস্তিত্বের স্বার্থেই আরও জোর দিয়ে, বিশেষ উদ্যোগ নিয়ে প্রচারসংখ্যা বাড়াতে উদ্যোগী হতে হবে।
পরে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল মান্নান বলেন, প্রচারসংখ্যা বৃদ্ধির জন্য নতুন নতুন ক্ষেত্র খুঁজতে হবে। সবাই পত্রিকা থেকে মুখ ফিরিয়ে নিলে সংকট আরও বাড়বে। তিনি ঢাকায় নতুন করে হকার সংখ্যা বৃদ্ধি করাসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা বলেন।
সংবাদপত্র কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা মো. আলাউদ্দিন বলেন, প্রথম আলো প্রথম থেকেই সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে আসছে। অনেক গোপন খবর, অন্যায়, দুর্নীতি তুলে ধরেছে। এসব কারণে সারা দেশে পাঠকের কাছে প্রথম আলোর বিপুল গ্রহণযোগ্যতা আছে। পত্রিকার প্রচারসংখ্যা বৃদ্ধির জন্য প্রথম আলোর সাহসী ভূমিকা অব্যাহত রাখবে। পাশাপাশি হকাররাও পাঠকের হাতে তাঁদের প্রিয় প্রথম আলোকে পৌঁছে দিতে আরও উদ্যোগী হবেন বলে জানান।
শেষে মাওলানা নূরুল হক শেখ মোনাজাত পরিচালনা করেন।