প্রথমা বিজয় বইমেলায় স্টলে বই দেখছেন আগত দর্শনার্থীরা। বাংলা একাডেমি, আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার
প্রথমা বিজয় বইমেলায় স্টলে বই দেখছেন আগত দর্শনার্থীরা। বাংলা একাডেমি, আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার

বাংলা একাডেমিতে প্রথমার বিজয় বইমেলা শুরু: আসতে শুরু করেছেন বইপ্রেমীরা

বাংলা একাডেমির মাঠে স্টল–মঞ্চ সাজিয়ে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের আয়োজনে বিজয় বইমেলা। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে আজ বৃহস্পতিবার সকাল থেকেই দেশি–বিদেশি লেখকদের হরেক রকমের বইয়ের পসরা সাজিয়ে শুরু হয়েছে বইমেলা। মেলা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই বইমেলায় পৃষ্ঠপোষকতা করছে এইচএসবিসি ব্যাংক।

আজ সকাল থেকেই ক্রেতারা বইমেলায় আসতে শুরু করেছেন। বর্ধমান হাউসের সামনের আমগাছটিকে কেন্দ্রে রেখে চারপাশে বৃত্তাকারে সাজানো হয়েছে স্টল। মাঠের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে মেলার প্রচারণামূলক স্থাপনা। বর্ধমান হাউসের উত্তর দিকের বারান্দায় তৈরি করা হয়েছে সুদৃশ্য মঞ্চ। এখানেই আগামীকাল শুক্রবার থেকে প্রতিদিন বিকেলে হবে অনুষ্ঠানমালা।

চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির নুসরাত জাহান বেশ কয়েকটি বই কিনলেন সকালে। তিনি চলতি বছরই স্নাতকোত্তর করেছেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই লক্ষ্যে গতকাল বুধবার আইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়। আজ সকাল ১০টায় পরীক্ষা শেষ করে ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলেন। সেখান থেকে এসেছেন বাংলা একাডেমির বইমেলায়।

নুসরাত জানালেন, পরীক্ষা দিতে এসে বইমেলা থেকে পছন্দের বই কেনা তাঁর কাছে বাড়তি কিছু প্রাপ্তি। চট্টগ্রামে বই নিয়ে এমন মেলা সাধারণত হয় না। এমন আয়োজন হলে বাণিজ্যনগরীর গ্রন্থানুরাগীরা পঠন–পাঠনে আনুপ্রাণিত হতেন বলে তিনি মন্তব্য করেন।

মেলা উপলক্ষে প্রথমার বইয়ে রয়েছে সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। দেশি অন্যান্য প্রকাশনীর বইয়ে ছাড় পাওয়া যাবে ২৫ শতাংশ। বিদেশি প্রকাশনের ইংরেজি ভাষার বইয়ে ছাড় ৫ শতাংশ।

অনুষ্ঠানমালা

মেলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল। উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বক্তৃতা করবেন লেখক আফসানা বেগম। গান শোনাবেন খায়রুল আনাম শাকিল।

আগামী শনিবার অনুষ্ঠানের আলোচক থাকবেন ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক সামিনা লুৎফা। গান পরিবেশন করবেন লাইসা আহমদ লিসা।

রোববার নিজের লেখালেখি সম্পর্ক বলবেন বিশিষ্ট লেখক ও সমাজচিন্তক বদরুদ্দীন উমর। সোমবার বক্তৃতা করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আবৃত্তি করবেন অভিনেতা আফজাল হোসেন, গান পরিবেশন করবেন রফিকুল আলম ও ওয়ার্দা আশরাফ।

বুধবার থাকবে গণ–অভ্যুত্থানের কবিতা পাঠের আসর। বৃহস্পতিবার বক্তৃতা করবেন লেখক মহিউদ্দিন আহমদ ও মোরশেদ শফিউল হাসান।

শুক্রবার নিজের লেখক–জীবনের কথা বলবেন অধ্যাপক আসিফ নজরুল। তাঁর আইন ও সাহিত্যকর্ম সম্পর্কে বলবেন রাশেদ রাহম।

সমাপনী দিন ২১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেখক হাসনাত আবদুল হাই। আলোচক হিসেবে থাকবেন আনু মুহাম্মদ, আমিনুল ইসলাম ভূঁইয়া, বিশ্বজিৎ চৌধুরী, রায়হান রাইন প্রমুখ।