সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ সোমবার। গতকাল রোববার আলোচিত ছিল এক ভয়াবহ দুর্ঘটনার খবর। রোববার সকালে খুলনা থেকে আসা একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৯ জন মারা গেছেন। ২৫ জন আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া সারাদিন আলোচনায় ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খানের অভিযোগের খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

খাদে পড়া বাসটির চলাচলের অনুমতি ছিল না, আগেও দুর্ঘটনায় পড়েছিল

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সড়ক থেকে বাসটি পড়ার সময় ডিগবাজি খায়। দুর্ঘটনাস্থল উৎসুক জনতার ভিড়
প্রথম আলো

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া ইমাদ পরিবহনের বাসটির চলাচলের অনুমতি ছিল না। বাসটির ফিটনেস সনদের মেয়াদও পেরিয়ে গেছে। গত নভেম্বরেও বাসটি গোপালগঞ্জে দুর্ঘটনায় পড়েছিল। সেই দুর্ঘটনায় তিনজন মারা যায়। এর পর থেকে বাসটির চলাচলের অনুমতি স্থগিত রাখা হয়েছিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন...

‘মা কী, বোঝার আগেই মেয়েটা মাকে হারাল’

বাবার কোলে মা হারা ছোট্ট হুজাইরা বিনতে রেজা। রোববার সন্ধ্যায় গোপালগঞ্জের পাচুরিয়া এলাকায়

‘ওরে আল্লাহরে, এ তুমি কী করলে। আমার তো সব শেষ হয়ে গেল। ওরে আমার সোনার পাখি উড়ে গেল রে। আমার তো আর কেউ রইল না। ‌আমি এখন কী নিয়ে বেঁচে থাকপো।’
রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া এলাকায় শামসুল হক রোডে সাদিয়া আক্তার সুইটির (২২) বাড়িতে এভাবেই আহাজারি-বিলাপ করছিলেন তাঁর মা বিউটি আক্তার। ওই দিন সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ব্যক্তিদের একজন সাদিয়া। বিস্তারিত পড়ুন...

ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন শাকিব খান

শাকিব খান

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’-এর অভিযোগ তুলেছেন এক প্রযোজক; অভিযোগের খবর প্রকাশ্যে আসার তিন দিন পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে এলেন এ চিত্রনায়ক। বিস্তারিত পড়ুন...

পরপর দুই ম্যাচে সূর্যকুমারের গোল্ডেন ডাক, গাভাস্কার যা বললেন

ওয়ানডেতে রান পাচ্ছেন না সূর্যকুমার যাদব

প্রথম আর দ্বিতীয়-দুটি ওয়ানডেতে একই বোলারের বলে একইভাবে আউট হয়েছেন সূর্যকুমার। দুটিই আবার ম্যাচে নিজের প্রথম বলে—গোল্ডেন ডাক! সূর্যকুমারের জোড়া গোল্ডেন ডাকে প্রশ্ন উঠে গেছে ভারতীয় ক্রিকেট মহলে, সূর্যের তাপ কি তবে কমে গেল? বিস্তারিত পড়ুন...

মারিওপোলে যা যা দেখলেন পুতিন

ইউক্রেনের মারিওপোল শহরে নবনির্মিত আবাসিক এলাকা ঘুরে দেখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯ মার্চ, ২০২৩  

যুদ্ধবিধ্বস্ত নগরীতে রাতে গাড়ি চালিয়ে ইউক্রেনের মারিওপোল শহর প্রথম সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের প্রথম দিকে রুশ বাহিনী যখন এই বন্দরনগরী ঘিরে রেখেছিল, সে সময় দুই পক্ষের লড়াইয়ে বিধ্বস্ত হয়েছিল শহরটি। পুতিন মারিওপোলের যে পথ দিয়ে গেছেন, তার একটি অংশ চিহ্নিত করেছে বিবিসি। তাঁর এই যাত্রা পথের বেশ কয়েকটি জায়গা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল। কয়েক মাসের লড়াই শেষে গত বছর মে মাসে শহরটি দখলে নেয় রুশ বাহিনী। বিস্তারিত পড়ুন...