রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গত সোমবার এক রোগীর (৬৫) হৃদ্যন্ত্রে অপারেশন ছাড়াই ইন্টারভেনশনাল পদ্ধতিতে প্রতিস্থাপন করা হলো কৃত্রিম অ্যাওটিক ভাল্ভ। দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্রোগবিশেষজ্ঞ অধ্যাপক আফজালুর রহমানের নেতৃত্বে ইউনাইটেড হাসপাতালের একদল হৃদ্রোগবিশেষজ্ঞ রোগীর এই জটিল চিকিৎসা সম্পন্ন করেন।
হৃদ্যন্ত্রের অ্যাওটিক ভাল্ভ ক্ষতিগ্রস্ত বা নষ্ট হলে কৃত্রিম ভাল্ভ প্রতিস্থাপনের প্রয়োজন হয়। সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে এই ভাল্ভ প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়। তবে বয়স্ক ও জটিল রোগীদের ক্ষেত্রে অনেক সময় ইন্টারভেনশনাল পদ্ধতিতে ভাল্ভ প্রতিস্থাপনের পদ্ধতি এখন স্বীকৃত চিকিৎসাপদ্ধতি। এই পদ্ধতিতে ভাল্ভ প্রতিস্থাপনে বিশেষ দক্ষতার প্রয়োজন। কোনো রকম জটিলতা ছাড়াই সফলভাবে এই চিকিৎসা সম্পন্ন করতে পেরেছেন অধ্যাপক আফজালুর রহমান। সফলভাবে এই চিকিৎসার পর চার দিনের মাথায় রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে আজ শুক্রবার বাড়ি ফিরেছেন।
দেশেই এমন চিকিৎসা পেয়ে রোগী ও রোগীর স্বজনেরা খুশি। তাঁরা আফজালুর রহমান ও তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সফলভাবে এই জটিল চিকিৎসা সম্পন্ন করায় চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।