সম্মিলিত পেশাজীবী পরিষদের বিবৃতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পুনর্নির্বাচন দাবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক ও নীল দলের আইনজীবীদের লাঠিপেটা করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয় পুলিশ
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশের হামলা এবং আইনজীবী সমিতির নির্বাচনে ‘ভিন্নমতের ভোটারদের তাড়িয়ে দিয়ে একপক্ষীয় নির্বাচনের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে হামলাকারীদের বিচার নিশ্চিত করা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পুনরায় আয়োজন করার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব কাদের গনি চৌধুরী বিবৃতিতে সই করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উচ্চ আদালত প্রাঙ্গণে এমন ঘটনা অনভিপ্রেত, দুঃখজনক ও নিন্দনীয়। বিচারালয়ে আইনজীবী ও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ন্যক্কারজনক হামলা সভ্য সমাজে কল্লনাও করা যায় না। এ ধরনের ঘটনা নাগরিকদের অসহায় করে তোলে। নিপীড়িত মানুষের আশ্রয় নেওয়ার আর কোনো ভরসাস্থল থাকে না।

পেশাজীবী পরিষদ বিবৃতিতে বলেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভিন্নমতের আইনজীবীদের ওপর হামলা ও ভোট প্রদানে বাধা দেওয়া রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। ভোটদানের অধিকারবিহীন এক আজব গণতন্ত্রের মুখোমুখি হয়েছে এ দেশের মানুষ।

পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচার এবং নতুন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দাবি জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এ ব্যাপারে সংগঠনটির পক্ষ থেকে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।