সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দির
সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দির

সাতক্ষীরায় মোদির উপহার দেওয়া স্বর্ণমুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির থেকে প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে গিয়ে কালীপ্রতিমার মাথায় স্বর্ণের মুকুটটি পরিয়ে দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মুকুটটি চুরি হয়ে যায়। এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

মুকুট চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি এক্সে ভারতীয় হাইকমিশন বলেছে, মোদির উপহার দেওয়া মুকুট চুরির বিষয়টি তাদের নজরে এসেছে। সেটি উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে তারা।