কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের ‘রাজাকার’ বলায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। যাঁরা এই স্লোগান দিয়েছে তাঁদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ঐক্য পরিষদ।
মঙ্গলবার এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ ও দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। বিবৃতিতে বলা হয়, নব্য রাজাকারের দল যে ধৃষ্টতা দেখিয়েছে তা শুধু মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও আইনের পরিপন্থী নয়, রাষ্ট্রদ্রোহিতারও শামিল। হীন উদ্দেশ্যেই তারা এই স্লোগান দিয়েছে।
‘রাষ্ট্রদ্রোহীদের’ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ভবিষ্যতে তারা যাতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে; এমনকি সেনাবাহিনীতেও চাকরি করতে না পারে সে পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের “রাজাকার” স্লোগান দেওয়াদের সম্পর্কে সতর্ক ও সচেতন থাকতে হবে।’