দেশের স্বনামধন্য ওষুধ শিল্প প্রতিষ্ঠান হেলথকেয়ার ফর্মুলেশন লিমিটেডের কারখানায় সম্প্রতি ট্রাইটেকের ১ হাজার ৮০০ টনের স্মারডিটি অয়েল ফ্রি চিলার যুক্ত হয়েছে। ৫০ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় অস্ট্রেলিয়ায় তৈরি এই প্রযুক্তি বিশ্বের ওষুধ শিল্পে ব্যাপক জনপ্রিয়। ফাইজার, সানোফি, জিএসকে, এমজেন, বেয়ার, অ্যাস্ট্রাজেনেকা ও ব্রিস্টল-মায়ার্স স্কুইবের মতো বিশ্বের নামকরা ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি ব্যবহার করে আসছে।
২০১৬ সালে ট্রাইটেকের স্থাপন করা ৩০০ টন স্মারডিটি চিলার গত ৭ বছরে স্কয়ার হাসপাতালের প্রায় ৭ কোটি টাকারও বেশি এনার্জি খরচ বাঁচিয়েছে। ওষুধ উৎপাদনের ক্ষেত্রে সঠিক তাপমাত্রা বজায় রাখা অত্যন্ত জরুরি। সেখানে ট্রাইটেক সরবরাহকৃত স্মারডিটি চিলার গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। স্মারডিটি অয়েল ফ্রি চিলার লুব্রিকেন্ট ব্যবহার না করায় এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম এবং একাধিক কমপ্রেসর থাকায় এটি নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করে।
এছাড়া এর ম্যাগনেটিক বেয়ারিং চিলার সাধারণ চিলারের তুলনায় দীর্ঘস্থায়ী ও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় বিশ্বজুড়ে স্মারডিটি অয়েল ফ্রি চিলারের চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদিত ওষুধ শিল্প কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে। এর ধারবাহিকতায় হেলথকেয়ার ফর্মুলেশন লিমিটেডের সময়োপযোগী এইচভিএসি প্রযুক্তির ব্যবহার দেশের ওষুধ শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড টিকা, ইনজেক্টেবল, কঠিন ও তরল ফর্মুলেশন, সেই সঙ্গে জৈবিক এবং অ-জৈবিক পণ্য উৎপাদনে বিশেষ দক্ষতা অর্জনের মাধ্যমে ঔষধের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।