ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারতীয় হাইকমিশনে স্মারকলিপিটি পৌঁছে দেয়। এর আগে গুলশান এলাকায় ইনকিলাব মঞ্চের ব্যানারে মানববন্ধন হয়েছে।
ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সাংবাদিকদের বলেন, স্মারকলিপিতে তাঁরা ভারতের সংবাদমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভারতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধের দাবি এবং ভারতের রাজস্থান রাজ্যে আজমির শরিফ দখলের ষড়যন্ত্রে প্রতিবাদও জানানো হয়েছে।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইনকিলাব মঞ্চের ব্যানারে গুলশান–২ এলাকায় মানববন্ধন হয়েছে। পরে মানবন্ধন থেকে তিনজনের প্রতিনিধিদলকে পুলিশ ভারতীয় হাইকমিশনে নিয়ে যায়। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়ে তাঁরা চলে যান।