শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমপক্ষে দুই দিন ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে। পরে এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শক্তভাবে সুপারিশ করা হবে, দুর্গাপূজায় ছুটি তিন দিন না হলে যাতে কমপক্ষে দুই দিন হয়।
এ সময় এম সাখাওয়াত হোসেন আরও বলেন, দুর্গাপূজায় দুই বা তিন দিন ছুটি দিতে অসুবিধা কী? এই ছুটি তো শুধু তাঁদের জন্য নয়।
বর্তমানে দুর্গাপূজায় এক দিন সরকারি ছুটি থাকে।
এদিকে জন্মাষ্টমীর সময় নিবিড় নিরাপত্তা দেওয়া হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।