প্রথম শ্রেণির পদমর্যাদায় পদোন্নতি পাওয়া পুলিশ পরিদর্শক ও দ্বিতীয় শ্রেণিতে পদোন্নতি পাওয়া উপপরিদর্শকদের (এসআই) র্যাঙ্ক ব্যাজ (পিপস) দেওয়ার আবেদন করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম শ্রেণির পদমর্যাদায় পদোন্নতি পাওয়া পুলিশ পরিদর্শক ও দ্বিতীয় শ্রেণিতে পদোন্নতি পাওয়া উপপরিদর্শকদের র্যাঙ্ক ব্যাজ (এসআই) দেওয়ার আশ্বাস দিয়ে তাদের আবেদন করতে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শেই তাঁরা এ আবেদন করেন।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, র্যাঙ্ক ব্যাজ পাওয়ার আবেদন জানিয়ে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। তারা যাতে দ্রুত র্যাঙ্ক ব্যাজ পান সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আজও তাঁদের আশ্বাস দিয়েছেন।
পুলিশ অ্যাসোসিয়েশনের করা আবেদনে বলা হয়, প্রথম শ্রেণির পদমর্যাদায় পদোন্নতি পাওয়া পুলিশ পরিদর্শক ও দ্বিতীয় শ্রেণিতে পদোন্নতি পাওয়া সার্জেন্ট ও এসআইদের প্রাপ্য র্যাঙ্ক, ক্যাপ ও বেল্ট দেওয়ার জন্য ২০১৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা হয়। সেই সভায় পুলিশ পরিদর্শক ও এসআই পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের র্যাঙ্ক, ব্যাজ, ক্যাপ ও বেল্ট দেওয়া যেতে পারে বলে সিদ্ধান্ত হলে গেজেটও প্রকাশ হয়। পরে একটি সভা করে সবাইকে র্যাঙ্ক ব্যাজ দেওয়ার কথা থাকলেও আট বছরেও সেই সভা হয়নি। সেই সভাটি করে পুলিশ অধিদপ্তরের প্রস্তাবিত র্যাঙ্ক ব্যাজ, ক্যাপ বেল্ট অনুমোদন বাস্তবায়নের কথা আবেদনে উল্লেখ করা হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, ২০১২ সালে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পরিদর্শকদের প্রথম শ্রেণি, এসআই ও ট্রাফিক সার্জেন্টদের দ্বিতীয় শ্রেণিতে পদোন্নতি দেওয়া হয়। তখন থেকে পরিদর্শক (দুই কাঁধে দুটি করে মোট চারটি পিপস) এবং এসআই (দুই কাঁধে একটি করে দুটি পিপস) পরিধানের কথা। কিন্তু ১২ বছর ধরে পরিদর্শক ও এসআইয়েরা কাঙ্ক্ষিত পদের র্যাঙ্ক ব্যাজ পরতে পারেননি। ২০১২ সালের আগে পুলিশ পরিদর্শক পদ ছিল দ্বিতীয় শ্রেণি এবং এসআই, ট্রাফিক সার্জেন্ট ছিল তৃতীয় শ্রেণির।
এর আগে সোমবার কাঙ্ক্ষিত পদোন্নতি ও মর্যাদা অনুযায়ী র্যাঙ্ক ব্যাজ পরার অনুমতি পাওয়াসহ নানা দাবি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। তখন তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নানা বঞ্চনার কথা তুলে ধরে সুপারনিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতির যোগ্য পরিদর্শকদের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতির দাবিও জানান।