ট্রেন আসার সংকেত পেয়ে ক্রসিংয়ে গেট ব্যারিয়ার বা প্রতিবন্ধক নামিয়ে দেন গেটম্যান। কিন্তু সড়কের পাশের লেনটি বিপরীতমুখী যান চলাচলের জন্য হওয়ায় সেখানে কোনো প্রতিবন্ধক ছিল না। সেই সুযোগে বাঁ পাশের লেন (প্রতিবন্ধক থাকা) থেকে একের পর এক গাড়ি নিয়ম ভেঙে ডান পাশের লেন দিয়ে রেললাইন অতিক্রম করে বিপরীত পাশে চলে যাচ্ছিল। এর মধ্যে একটি প্রাইভেট কার আটকে যায় রেললাইনের ওপর। ওই মুহূর্তে একেবারে কাছাকাছি চলে আসে চলন্ত ট্রেন। দুর্ঘটনা থেকে বাঁচতে গাড়ি থেকে লাফিয়ে নেমে যান চালক। চালক বাঁচলেও গাড়িটি রক্ষা হয়নি। গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায় ট্রেনটি।
আজ সোমবার বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরের কদমতলী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তখন চট্টগ্রাম স্টেশন থেকে ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। গত শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় চট্টগ্রাম নগরের আমবাগান রেলক্রসিংয়েও সংকেত উপেক্ষা করে রেললাইনে ওঠে গিয়েছিল একটি মাইক্রোবাস। সেটি ধাক্কা খেয়েছিল চলন্ত ট্রেনের সঙ্গে।
চট্টগ্রাম স্টেশন থেকে বের হওয়ার পরই প্রথম রেলক্রসিং কদমতলী। এই রেলক্রসিং দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল করে। দিনে গড়ে ২৫ জোড়া ট্রেন চলাচল করে ব্যস্ততম এই রেলক্রসিং দিয়ে।
গত দেড় বছরে চট্টগ্রামে রেলক্রসিংয়ে অন্তত তিনটি বড় দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ১৯ জন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম প্রথম আলোকে বলেন, গেটম্যান গেট ব্যারিয়ার বা প্রতিবন্ধক ফেললেও পাশের লেন দিয়ে একটি গাড়ি রেললাইনে চলে আসে। ট্রেন আসতে দেখে চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যান। আর ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। গাড়িটি জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।