কবি মাকিদ হায়দার আর নেই। আজ বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
ছোট ভাই আরিফ হায়দার প্রথম আলোকে বলেন, আজ সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরার বাসায় মাকিদ হায়দার শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি উচ্চ ডায়াবেটিসে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে বাসায় নিয়ে আসা হয়েছিল।
রাজনীতি সচেতন কবি মাকিদ হায়দার স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মাকিদ হায়দারের প্রতি শ্রদ্ধা জানাতে আজ তাঁর মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পাবনায় মাকিদ হায়দারকে দাফন করা হবে।
মাকিদ হায়দারের জন্ম ১৯৪৭ সালে, পাবনার দোহারপাড়া গ্রামে। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মাকিদ হায়দার লিখেছেন ‘রোদে ভিজে বাড়ি ফেরা’, ‘আপন আঁধারে একদিন’, ‘কফিনের লোকটা’ ও ‘পার্থ ও প্রতিম’-এর মতো কাব্যগ্রন্থ। এ ছাড়া রয়েছে তাঁর গল্প ও প্রবন্ধের বই।
২০১৯ সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান মাকিদ হায়দার। এ ছাড়া তিনি পেয়েছেন দেশের উল্লেখযোগ্য অনেক সাহিত্য পুরস্কার। তাঁর পরিবারের অন্য সদস্যরাও বাংলা ভাষা সাহিত্যে রেখেছেন বিশেষ অবদান। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার।