কৃষকের সঙ্গে উঠান বৈঠক করেন কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদ। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৭ জানুয়ারি
কৃষকের সঙ্গে উঠান বৈঠক করেন কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদ। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৭ জানুয়ারি

কৃষকদের সঙ্গে কৃষিমন্ত্রীর উঠান বৈঠক

মৌলভীবাজারে কৃষকদের সঙ্গে উঠান বৈঠক করেছেন কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদ। আজ শনিবার সকালে জেলার শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃষক ইন্দু ভূষণ পাল নিরুর উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাঁচ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলায় চাষযোগ্য পতিত জমিকে কীভাবে চাষের আওতায় আনা যাবে, কোন জমিতে কী ফসল ফলানো যাবে, সে বিষয়ে আগামী ৫০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য স্থানীয় কৃষি বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উঠান বৈঠক প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের সঙ্গে উঠান বৈঠক করে স্থানীয় পর্যায়ে কী কী সমস্যা আছে, তা জেনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য—এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না, তা অর্জন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করব এবং দেশকে খাদ্যে উদ্বৃত্ত করা হবে।

কৃষক ইন্দু ভূষণ পাল, উত্তম দেবনাথ, আতর আলী, মহিববুর রহমান প্রমুখ তাঁদের সমস্যা ও দাবি তুলে ধরেন। কৃষকেরা গভীর নলকূপ স্থাপন, খাল খনন, স্লুইসগেট সংস্কার ও নদী-জলাশয় দখলদার মুক্ত করে সেচের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন কৃষিমন্ত্রীর কাছে।

উঠান বৈঠকে মৌলভীবাজার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন, আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ বক্তব্য দেন।