চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে অভিযানের পর উদ্ধার করা দেশি অস্ত্র। আজ দুপুরে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে অভিযানের পর উদ্ধার করা দেশি অস্ত্র। আজ দুপুরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে রামদা, রড উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে অভিযান চালিয়েছে প্রশাসন। এই হলের বিভিন্ন কক্ষ থেকে ১৬টি রামদা, বেশ কিছু রড ও লাঠিসোঁটা উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার বেলা ১১টায় এই অভিযান শুরু হয়। শেষ হয় বেলা একটায়। প্রশাসন, প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা দপ্তরের সমন্বয়ে শহীদ আব্দুর বর হলে এই অভিযান পরিচালিত হয়।

জানতে চাইলে শহীদ আব্দুর রব হলের প্রাধ্যক্ষ এ কে এম আরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘হলের আসন বরাদ্দের প্রক্রিয়া চলছে। অবৈধভাবে হলে অবস্থান করা শিক্ষার্থীদের কক্ষ থেকে মালামাল নিয়ে যাওয়ার জন্য আমরা সময় বেঁধে দিয়েছিলাম। তবে অনেক কক্ষের মালামাল নিতে কেউ আসেনি। সেসব কক্ষে আমরা অভিযান চালিয়ে এসব দেশি অস্ত্র উদ্ধার করেছি।’

প্রাধ্যক্ষ আরও বলেন, এর আগে ৫ আগস্ট রাতেও এই হল থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। এগুলো নিরাপত্তা দপ্তরে রাখা রয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করে এখন হলে আসন বরাদ্দ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক হল চালু রয়েছে সাতটি। নিয়ম মেনে সর্বশেষ এসব হলে বরাদ্দ দেওয়া হয়েছিল ২০১৭ সালের জুনে। এরপর আর বরাদ্দ হয়নি। এত দিন কোনো কক্ষে কে থাকবেন, সেটা নির্ধারণ করতেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হলের আসন বরাদ্দ না করে ছাত্রলীগকে এই সুযোগ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সাত বছরের হলের কক্ষ দখল নিয়ে নিজেদের মধ্যে অন্তত ২০ বার সংঘর্ষে জড়িয়েছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রতিবারই তাঁরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর চড়াও হতেন।