স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিলসহ সাত দফা দাবি জানিয়েছে বিএনপি–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তারা বলেছে, তারা মেডিকেল কলেজ ও হাসপাতালে রাজনীতি বন্ধ করার পক্ষে নয়। তারা স্বাস্থ্য উপদেষ্টাকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যাবের নেতারা ৭ দফা দাবি তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্য খাত নিয়ে নানা মন্তব্য করেন। ড্যাব বলেছে, অন্যান্য খাতে অন্তর্বর্তী সরকারের নানা সংস্কারকাজ চোখে পড়লেও স্বাস্থ্য খাত স্থবির হয়ে আছে। স্বাস্থ্য খাতের বর্তমান কর্মকাণ্ড সাম্প্রতিক গণ–অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
সংবাদ সম্মেলনে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ বলেন, ‘স্বাস্থ্য খাতে সংস্কারকাজ অগ্রসর হয়নি। গত ১৬ থেকে ১৭ বছর যারা দুর্নীতি করেছে, তাদের আবার পুনর্বাসন করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থান করেন ড্যাবের মহাসচিব মো. আবদুস সালাম। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক রোবেদ আমিনের দুর্নীতির দীর্ঘ বিবরণ দিয়ে মো. আবদুস সালাম বলেন, নীতিভ্রষ্ট ব্যক্তিকে স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ পদ থেকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
ড্যাবের নেতারা সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য খাত সংস্কারে সরকার যে কমিটি করেছে, তা অত্যন্ত দুর্বল। কমিটির সদস্যদের অনেকেরই এই খাত সম্পর্কে গভীর ধারণা নেই। কমিটির সদস্যরা এই খাতের প্রতিনিধিত্ব করেন না। তাই অন্তর্বর্তী সরকারের কাছে ড্যাব এই কমিটি পুনর্গঠনের দাবি জানাচ্ছে।
ড্যাবের ৭ দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিল, আন্দোলনের সময় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে অস্বীকার করা চিকিৎসকদের নিবন্ধন বাতিল, বঞ্চিতদের দ্রুত পদায়ন ও পদোন্নতি, স্বাস্থ্য খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, সব ধরনের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যের শিকার চিকিৎসকদের পদায়ন, হয়রানিমূলক বদলি বাতিল এবং স্বাস্থ্য সংস্কার কমিটি পুনর্গঠন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিটি দাবি যুক্তিসংগত। এই ৭ দফা দাবি না মানলে চিকিৎসকেরা সারা দেশে আন্দোলন শুরু করবেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড্যাবের সভাপতি হারুন আল রশীদ বলেন, মেডিকেল কলেজ বা হাসপাতালে ড্যাব বা স্বাচিপের (আওয়ামী লীগ–সমর্থিত চিকিৎসকদের সংগঠন) রাজনীতি বন্ধের পক্ষে তাঁরা নন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে সব ধরনের সহায়তা করতে ড্যাব প্রস্তুত।
স্বাস্থ্য খাত সংস্কারে গঠিত প্যানেল প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন ১০০১ জন চিকিৎসক। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার ও চিকিৎসা সেবার গুণগতমান উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল আমাদের বৈষম্যের শিকার চিকিৎসক সমাজের দৃষ্টিগোচর হয়েছে। আমরা বৈষম্যের শিকার চিকিৎসক সমাজ এই ধরনের কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু যে প্যানেলকে মনোনীত করা হয়েছে তা সর্বতোভাবে প্রত্যাখ্যান করছি।’
বিজ্ঞপ্তিতে অতি দ্রুত এই কমিটি বাতিল করে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকারী চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনর্গঠন করে ছাত্র–জনতার আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।