বিচারপতি জিনাত আরা
বিচারপতি জিনাত আরা

আইন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা

আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা। কমিশনের সদস্য পদে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন ও অধ্যাপক ড. নাঈমা হককে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার নিয়োগসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ।

পৃথক প্রজ্ঞাপনের ভাষ্য, নিয়োগের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জিনাত আরা ২০১৮ সালের ৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে অবসরে যান ২০২০ সালের ১৪ মার্চ। তিনি ছিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি।

এর আগে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারপতি জিনাত আরা ১৯৭৮ সালের ৩ নভেম্বর মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। এরপর ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর গত আগস্টে আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।