বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের কাছ থেকে সিআইপি সম্মাননা গ্রহণ করেন হাতিলের কর্ণধার সেলিম এইচ রহমান
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের কাছ থেকে সিআইপি সম্মাননা গ্রহণ করেন হাতিলের কর্ণধার সেলিম এইচ রহমান

সিআইপি সম্মাননা পেলেন হাতিলের কর্ণধার সেলিম এইচ রহমান

দেশের শিল্প খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য সরকার সিআইপি (রপ্তানি) নীতিমালা-২০১৩ অনুযায়ী পণ্য রপ্তানি ও ট্রেড ক্যাটাগরিতে মোট ১৮৪ জনকে ২০২২ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মনোনীত করেছে।

আসবাব খাতের রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান সিআইপি সম্মাননা অর্জন করেন। গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গত ৩ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২২ সালের জন্য সিআইপি ব্যক্তিবর্গের তালিকা এবং তাঁদের সুযোগ-সুবিধা উল্লেখ করে।

প্রতিক্রিয়ায় সেলিম এইচ রহমান জানান, ‘আসবাবপত্র রপ্তানি ক্যাটাগরিতে সিআইপি সম্মাননা পেয়ে আমি আনন্দিত। এই প্রাপ্তি আমার একার পক্ষে কখনোই অর্জন করা সম্ভব হতো না, যদি দেশ ও দেশের বাইরে থাকা হাতিলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি মানুষ তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন না করতেন।’

১৯৮৯ সালে সেলিম এইচ রহমানের হাত ধরে দেশের আসবাব শিল্পে হাতিলের যাত্রা শুরু হয়। শুরুতে দরজা নিয়ে কাজ করলেও ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে অন্যান্য আসবাব তৈরির কাজ শুরু করে হাতিল। বর্তমানে আসবাব খাতে হোম, অফিস, ইন্ডাস্ট্রিয়াল ও ইন্টেরিয়রের সব ক্যাটাগরির আসবাবই হাতিল তৈরি করে থাকে। দেশে বর্তমানে হাতিলের ৭৭টি, ভারতে ১৬টি ও ভুটানে ২টি আউটলেট রয়েছে। এ ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও আসবাব রপ্তানি করে থাকে হাতিল।