ঢাকার সিএমএম আদালত চত্বরে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। ২৬ ডিসেম্বর
ঢাকার সিএমএম আদালত চত্বরে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। ২৬ ডিসেম্বর

রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলাইমান

যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ কামরুল ও সোলাইমানকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে তাঁদের জামিন আবেদন করা হয়। আদালত সেই আবেদন নাকচ করে দিয়ে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

চলতি মাসের ১৮ তারিখ শামীম মোল্লা হত্যা মামলায় কামরুল ও সোলাইমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ২২ ডিসেম্বর কারাগার থেকে তাঁদের পুলিশ হেফাজতে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার তাঁদের পুনরায় আদালতে হাজির করা হয়।

ঢাকার সিএমএম আদালত চত্বরে কামরুল ইসলাম। ২৬ ডিসেম্বর

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে যুবদল নেতা শামীম নিহত হন। তাঁকে হত্যার অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে একটি মামলা করেন ছাত্রদলের সাবেক সদস্য মো. আব্বাস আলী। এ মামলার এজাহারে কামরুল ও সোলাইমানের নাম রয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

এর আগে গত ১৯ নভেম্বর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় কামরুলের আট দিনের রিমান্ড মঞ্জুর হয়। এ ছাড়া পৃথক দুই হত্যা মামলায় ২৭ নভেম্বর সোলাইমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।