হাসপাতাল ছেড়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করলেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক অবরোধ করে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালকের পদত্যাগের দাবি জানান।
বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ খারাপ আচরণ করছে অভিযোগ তুলে এই দাবি করেন অবরোধকারীরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাস্থলে এসে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। বিএসএমএমইউ পরিচালকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এরপর আহত ব্যক্তিরা সড়ক ছেড়ে হাসপাতালের ভেতরে যান। একপর্যায়ে তাঁরা পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।