আদালত
আদালত

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদের স্ত্রী নূরজাহান বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, নূরজাহান বেগমের বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। নূরজাহান বেগম সপরিবার বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত নূরজাহান বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

এর আগে গত ১৬ অক্টোবর মহিউদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।